তৃণমূল নেতা দুলাল সরকারকে গুলি করে খুন দুষ্কৃতীদের। মালদা জেলার তৃণমূলের সহ-সভাপতি ও ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে কিছু দুষ্কৃতী বাইকে করে ওখানে পৌঁছয় ও গুলি চালানো হয়। জানা গিয়েছে, ৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি মাথাতেও লাগে। সংকটজনক অবস্থায় তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরপাধ্যায়ের। এই হত্যাকাণ্ডের জেরে পুলিশকেই দুষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দুলাল সরকারের মৃত্যুর জন্য শোকপ্রকাশ করেন তিনি। ফিরহাদ হাকিম ও সাবিনা ইয়াসমিনকে মালদাতে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার শহরের দলীয় কার্যালয়ে যান দুলাল সরকার ওরফে বাবলা। সেখানার কাজকর্ম সেরে নিজের কারখানার উদ্দেশে রওনা দেন। এরপরই দুষ্কৃতীরা এসে হামলা চালান। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী।