আইপিএল ২০২৫ শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। প্রথম দিনেই মুখোমুখি হতে চলেছে গত মরশুমের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তার আগে বড় ধাক্কা। চলতি মরশুম থেকে আর বিনামূল্যে দেখা যাবে না আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ তম দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে জিও হটস্টার। এখন প্রশ্ন একটাই তাহলে কী হবে?
২০২৩ সালে জিওসিনেমা প্রায় তিন বিলিয়ন ডলারের চুক্তিতে আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছিল। ডেস্কটপ ভার্সনে দেখা না গেলেও গত দুই বছর ধরে মোবাইলে একেবারে বিনামূল্যেই দেখা যেত আইপিএল। কিন্তু সম্প্রতি রিলায়েন্স ও ওয়াল্ট ডিজনির সংযুক্তির ফলে ডিজনি প্লাস হটস্টার এবং জিওসিনেমার মার্জ করে জিও হটস্টার নামে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই নয়া প্ল্যাটফর্মেই ২০২৫ আইপিএল সম্প্রচার করা হবে।
আপাতত নিয়ম অনুযায়ী, প্রতি মাসে মাত্র চার ঘন্টা বিনামূল্যে যে কোনও কনটেন্ট দেখতে পারবেন গ্রাহকরা। চারঘন্টা পর থেকে লাগবে সাবস্ক্রিপশন। কিন্তু সাবস্ক্রাইব না করেই বিনামূল্যেও কিন্তু আইপিএল দেখা যাবে। কী ভাবে দেখবেন? আজ জেনে নেওয়া যাক সেই ট্রিকস।
জিও 'আনলিমিটেড অফার' নামে একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই 'আনলিমিটেড অফার'-এর মধ্যে কী কী অন্তর্ভুক্ত?
টিভি অথবা মোবাইলের ৪কে-তে ৯০ দিনের জন্য ফ্রি জিও হটস্টার। এর ফলে নিজের বাড়ির টিভি-তে অথবা নিজের মোবাইলে ৪কে মোডে এই মরশুমের প্রত্যেকটি ম্যাচ একেবারে বিনামূল্যে দেখতে পাবেন গ্রাহকরা।
এছাড়াও ৫০ দিনের জন্য JioFiber বা AirFiber ট্রায়াল কানেকশন ফ্রি দিচ্ছে জিও। ফলে এখনই নতুন এই কানেকশন নিলে বিনামূল্যেই দেখতে পারবেন আইপিএল।
আর যাঁদের জিও সিম রয়েছে তাঁরা মিনিমাম ২৯৯ টাকার রিচার্জ করলেই বিনামূল্যে হটস্টারে দেখতে পারবেন আইপিএল।