একটা সসেজ, আর এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই! নাম শুনেই জিভে জল, তাই তো? আচ্ছা এই জিভে জল আনা পদ্গুলোর জন্য আপনার ট্যাঁক কতোটা হালকা হতে পারে? একটু আন্দাজ করুন তো! ১০০০ টাকা? চমকে উঠলেন তো?, কিন্তু এমনটাই হচ্ছে। কমনওয়েলথ গেমস (CWG 2022) দেখতে গিয়ে খিদে পেলেই পকেট একেবারে গড়ের মাঠ হয়ে যেতে পারে আপনার।
ম্যাথিউ উইলিয়ামস নামের এক দর্শক গিয়েছিলেন বার্মিংহামে কমনওয়েলথ গেমস দেখতে। ওই এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই অ্যাঁর একটা সসেজ নিয়েছিলেন ডিনারে। খাবারের বিল এসেছে ৯.৮ পাউন্ড। বিল দেখে ম্যাথিউয়ের চক্ষু চড়ক গাছ।
Ismart Jodi Finale : ইস্মার্ট জোড়ি জিতলেন সৌরভ-সুস্মিতা, দর্শকদের ভোটে সেরা রাজা-মধুবনী
বিলের ছবি তুলে তিনি আপলোড করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি এখন যথারীতি ভাইরাল।