কোনওরকম পারিশ্রমিক ছাড়াই যারা নিরন্তর ঘরের কাজ করে চলেছেন তাঁরাও কিন্তু কোনও চাকুরীজীবির থেকে কম নয়। সম্প্রতি , এক মহিলা নিজের সিভিতে ১৩ বছরের সংসার সামলানোর অভিজ্ঞতা দেখিয়ে চাকরির খোঁজ করছেন। আর এই সিভি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Soumitrisha Kundu: ভক্তের আকুতি বিফলে গেল না, কোমায় থাকা বাবার জন্য প্রার্থণা করলেন 'মিঠাই'
সিভিতে বড়বড় করে লেখা হোম মেকার। ২০০৯ থেকে এখনও পর্যন্ত ওই মহিলা বাড়ির সমস্ত কাজ সময়মতো করে এসেছেন। সন্তানদের সামলেছেন। এই সিভি বাড়ানোর যুগে নিখাদ নিজের কোয়ালিফিকেশন এত সহজ এবং স্পষ্ট করে লিখে নেটিজেনদের মন জিতে নিয়েছেন ওই মহিলা।