দারুণ সব শাড়ি, আর তাতে আকর্ষণীয় সব ছাড়। কিন্তু তাতে এমন চুলোচুলি বাঁধবে , কে জানত। বেঙ্গালুরুর মল্লেশ্বরমের মাইসোর সিল্কের (Mysore Silk) বার্ষিক সেলের অনুষ্ঠানে ধুন্ধুমার। একটা শাড়ি নিয়ে দুই মহিলার মধ্যে তুমুল বচসা বাঁধে, চুলোচুলিতে গড়ায় শেষমেশ। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
Rahul-Priyanka: দূরত্ব ভুলে ফের কাছাকাছি! আবার এক ছাদের তলায় রাহুল-প্রিয়াঙ্কা
ভিড়ে ঠাসা সেই দোকানে চলছে সেল। এর মধ্যে হঠাৎই দুই মহিলার মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। তার আগে তাঁদের মধ্যে তীব্র তর্কাতর্কিও হয়। তবে ঠিক কী কারণে হাতাহাতি, তা স্পষ্ট নয়, দুজনে একই শাড়ি পছন্দ করেছিলেন কী না, জানা যায়নি। নিরাপত্তারক্ষীরা ওই দুই মহিলাকে একে অপরের থেকে ছাড়ানোর চেষ্টা করে।