অদম্য ইচ্ছে ও জেদ। এই দুইয়ের বশে আপাত সামান্য মানুষও ঘটিয়ে ফেলে কী সাংঘাতিক অসামান্য সব ঘটনা! যে শিখরে পৌঁছানোর কথা কেউ ভাবেইনি কখনও, তা ছুঁয়ে ফেলে কেউ কেউ। সেই খবর শুনে অবাক হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ। ভাবে, এমনও কী সম্ভব! তেমনই এক 'অসম্ভব'কে সম্ভব করেছেন যশ সোনাকিয়া। শারীরিকভাবে তিনি এক দৃষ্টি প্রতিবন্ধী যুবক। মধ্যপ্রদেশের ২৫ বছর বয়সী যশ সোনাকিয়া এখন আইটি পড়ুয়াদের কাছে অনুপ্রেরণার অপর নাম। সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে মাইক্রোসফটে কাজের ডাক পেয়েছেন যশ।
২৫ বছর বয়সী যশের বেতন বছরে ৪৭ লক্ষ টাকা!
পিটিআই-কে দেওয়া সাক্ষাত্কারে যশ বলেন, তিনি চাকরির প্রস্তাবটি গ্রহণ করেছেন। শীঘ্রই একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে মাইক্রোসফটের বেঙ্গালুরু অফিসে যোগ দেবেন। যদিও প্রাথমিকভাবে তাঁকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।
মাত্র আট বছর বয়সে যশ গ্লুকোমায় দৃষ্টিশক্তি হারান। কিন্তু পড়াশোনার অদম্য ইচ্ছা ও পরিবারের সহায়তায় তিনি এত দূর এগিয়েছেন বলে জানান।