মোবাইল গ্রাহকদের জন্য দারুণ খবর। খুব শিগগির দেশে ফাইভ জি পরিষেবা (5G service) শুরু করার সিদ্ধান্তে বুধবার সিলমোহর দিয়েছে ভারত সরকার। ফোর জি (4G)-র থেকে ১০ গুণ বেশি গতিসম্পন্ন হবে ফাইভ জি পরিষেবা।
স্পেকট্রাম নিলামের (spectrum auction) (Cabinet) আয়োজন করতে টেলি যোগাযোগ দফতরের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রের বিবৃতিতে জানানো হয়েছে, ২০ বছরের বৈধতার সঙ্গে সরকার মোট ৭২০৯৭.৮৫ মেগাহার্টজ স্পেকট্রাম নিলাম করবে। ফাইভ জি স্পেকট্রাম নিলামের জন্য ২০টি ইএমআই খাতে অর্থপ্রদান করতে পারবেন সফল দরদাতারা।
RIP Internet Explorer:প্রতিযোগিতায় পিছিয়ে ২৭ বছরেই ফুরিয়ে গেল ইন্টারনেট এক্সপ্লোরারের আয়ু
কেন্দ্রের পক্ষে আরও জানানো হয়েছে, জুলাই মাসের শেষেই এই ফাইভ জি স্পেকট্রাম নিলামের আয়োজন করা হবে। নিলামে অংশ নিতে পারে ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল লিমিটেড ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ‘জিও’।