Harrowing Crimes in 2024 : আরজিকর থেকে বরেলির সিরিয়াল কিলিং- ফিরে দেখা ২০২৪ এর ভয়াবহ ক্রাইমের ঘটনা

Updated : Jan 02, 2025 16:22
|
Editorji News Desk

২০২৪ সাল শেষ। প্রতি বছরের মতোই সদ্য শেষ হওয়া বছরটিও নানা ঘটনায় পরিপূর্ণ। তার মধ্যে কিছু ঘটনা যেমন মন ভাল করার, কিছু আবার রীতিমতো আতঙ্কিত করে তুলেছিল দেশের নানা বয়সের মানুষকে। সেইসব হাড়হিম করা ঘটনার তীব্রতা এতটাই যে, আতঙ্কের প্রভাব পুরোপুরি মোছা গেল না বছরের শেষেও। কলকাতার আরজি কর কাণ্ড থেকে বেঙ্গালুরুর ফ্ল্যাটের ফ্রিজ থেকে উদ্ধার ৫০ টুকরো দেহ- ২০২৪ সালে দেশের নানা প্রান্তে ঘটা এমন নানা হাড়হিম করা ক্রাইমের ঘটনা ফিরে দেখব আমরা। কী ঘটেছিল? কারা ছিল নেপথ্যে? কিছু উত্তর আছে। কিছু, এখনও অধরা।

৯ অগাস্ট, ২০২৪। কলকাতার ঐতিহ্যবাহী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। হাসপাতালের মধ্যেই ধর্ষণ করে হত্যা করা হল কর্তব্যরত মহিলা চিকিৎসককে। মহানগরের বুকে এর আগে ঠিক এমন ঘটনা কার্যত নজিরবিহীন। এই ঘটনার প্রভাব শহর থেকে হয়ে ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা প্রান্তে।

২ এপ্রিল, ২০২৪। ওয়াটগঞ্জ থানা এলাকা থেকে কালো প্লাস্টিকের মধ্যে থেকে মহিলার টুকরো দেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওয়াটগঞ্জ থানা এলাকার হেমচন্দ্র স্ট্রিটের বাসিন্দা। হাড়হিম করা খুনের ঘটনার চার্জশিট আদালতে পুলিশ পেশ করার পর উঠে এল হাড়হিম করা তথ্য। এই খুনের ঘটনার নেপথ্যে রয়েছে তন্ত্র সাধনার যোগ।

১৩ মে, ২০২৪। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড। কলকাতায় চিকিৎসা করাতে এসে এই সাংসদকে নৃশংসভাবে প্রাণ দিতে হয়। পুলিশের জেরায় ধৃত স্বীকার করে, সাংসদ আনোয়ারুলের দেহ ৮০ টুকরো করে নিউটাউন, ভাঙড় এলাকার নানা জায়গায় ফেলা হয়।

২১ সেপ্টেম্বর, ২০২৪। বেঙ্গালুরুর এক কামরার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় টুকরো টুকরো করা তরুণীর দেহ। ফ্রিজের মধ্যে জমিয়ে রাখা ছিল সেগুলি। মোট ৩০ টুকরো করা হয়েছিল মহালক্ষ্মী নামের ওই তরুণীর দেহ।

১৯ মে, ২০২৪। মদ্যপ অবস্থায় বিলাসবহুল পর্শে চালিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে গাড়ির তলায় পিষে দিল ১৭ বছর বয়সী কিশোর। গ্যাংস্টার ছোটা রাজনের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ ছিল নাবালকের দাদু সুরেন্দ্র কুমার আগরওয়ালের বিরুদ্ধে।

১২ অক্টোবর, ২০২৪। মুম্বইয়ের বান্দ্রায় পুত্র জিশান সিদ্দিকীর দফতরের সামনেই গুলি করে হত্যা করা হল মহারাষ্ট্রের এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীকে। এই হত্যার দায় স্বীকার করে নিল লরেন্স বিষ্ণোই গ্যাং।

৯ অগাস্ট, ২০২৪। উত্তরপ্রদেশের বরেলি থেকে গ্রেফতার করা হল সাইকো কিলার কুলদীপ কুমারকে। ১৪ মাসে একের পর এক ৯ জন মাঝবয়সী মহিলাকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মহিলাদের সবাইকে নির্জন মাঠে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মহিলাদের উপর বিরক্তি থেকেই এই কাজ করেছে বলে সে জানায় পুলিশকে।

১২ নভেম্বর ২০২৪। সাত বন্ধুর একটি দল পার্টি শেষে মত্ত অবস্থায় একটি টয়োটা ইনোভা গাড়িতে ফিরছিলেন। বেপরোয়া গতির গাড়িটি একটি BMW-র সঙ্গে রেষারেষি করছিল। তারপর সেটি সামনে থাকা একটি ট্রাকের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে

2025

Recommended For You

editorji | ট্রেন্ডিং

Social Media Viral content: ২০২৪-এ কোন কোন কন্টেন্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়? দেখুন এক নজরে

editorji | ট্রেন্ডিং

Indian Wedding : 'অ্যানিম্যাল' সিনেমার কায়দায় বিয়ে, তুমুল ভাইরাল হলেন বর-বউ

editorji | ট্রেন্ডিং

Rajuda Parota: রাজুদার পকেট পরোটার তরকারি বানাবেন কীভাবে? সিক্রেট রেসিপি ফাঁস

editorji | ট্রেন্ডিং

Brain Eating : ঘুম হয় না ঠিক করে? জানেন আপনার মস্তিষ্ক নিজেই নিজেকে খেয়ে ফেলতে পারে এই কারণে?

editorji | ট্রেন্ডিং

Elephant Memory : স্মৃতি তুমি কার! অতীত কখনও ভোলে না হাতি, নেয় প্রতিশোধও, কেন জানেন?