বর্ষাকালের বৃষ্টি মানেই জমা জলে ভোগান্তি। দেশের বিভিন্ন প্রান্তের ছবিটা প্রায় একইরকম। আর সেই ঘোলা জলে কীই না থাকে। বিভিন্ন কীট-পতঙ্গ থেকে মাছ, এমনকী কখনও কখনও সাপও ভাসতে ভাসতে চলে আসে একেবারে দোরগোড়ায়। কিন্তু তাই বলে আস্ত কুমীর! এমন অদ্ভূত ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের শিবপুরী জেলা। এখন সেই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জানা গিয়েছে, শনিবার রাত থেকেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ।রবিবারও তার বিরাম নেই। ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় জল জমে যায়। হাঁটু জল পার হয়েই গন্তব্যে পৌঁছতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু এরই মধ্যে ক্যামেরাবন্দি হল হাড়হিম করা এক দৃশ্য। শিবপুরী জেলার কলোনির ভিতরে জলে ঘুরে বেড়াচ্ছে কুমীর! স্থানীয়দের অনুমান, আশপাশের কোনও জলাশয় থেকেই কলোনির মধ্যে ঢুকে পড়ে ওই কুমীরটি। এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।
আরও পড়ুন- Independence Day 2022: ৭৬তম স্বাধীনতা দিবসে রেকর্ড ভারতের, মহাকাশেও উড়ল দেশের পতাকা
ঘটনা নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। সাব ডিভিশনাল অফিসার (SDOP) অজয় ভার্গব জানান, পুরনো বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সকালে কুমীরটিকে দেখা গিয়েছিল। তাকে উদ্ধার করতে মাধব জাতীয় উদ্যানের একটি উদ্ধারকারী দলকে ডেকে পাঠানো হয়। এরপর প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আট ফুট দীর্ঘ ওই কুমীরটিকে বাগে আনে উদ্ধারকারী দল। শঙ্খসাগর লেকে তাকে ছেড়ে দেওয়া হয়।