কথায় বলে এজ ইস জাস্ট আ নাম্বার, বয়স শুধুই একটা সংখ্যা মাত্র। সেই প্রবাদকে সত্যি প্রমাণ করেন হাতে গোনা কয়েক জন। সম্প্রতি ভাইরাল হয়েছে এক বৃদ্ধের নাচের ভিডিও। বছর বিরাশির এক বৃদ্ধ এতটুকু ক্লান্ত না হয়েই নেচেই চলেছেন। পরনে স্যুট-বুট।
খুবসুরত ছবির 'আভি তো পার্টি শুরু হুই হ্যায়' গানের সঙ্গে সেই যে নাচ শুরু করেছেন, নাগাড়ে নেচে চলেছেন। পার্টিতে উপস্থিত বাকি কেউ তাল রাখতেই পারছেন না বৃদ্ধের সঙ্গে।
New Serial-Balijhor: জায়েন্ট স্ক্রিনে বালিঝড়-এর প্রথম এপিসোড, আনন্দে আত্মহারা তৃণা
বৃদ্ধের নাচ দেখে মনে হচ্ছে, শুধু পার্টি নয়, জীবনেরই যেন এই সবে শুরু। খাতায় কলমে মানুষটার জীবনে সন্ধ্যে, অথচ অনায়াসে কেমন ফিরে গেলেন সকালের মেজাজে।