শরীর ফিট এবং চনমনে রাখতেই জিম করা হয়। কিন্তু এই জিমেই (Gym) এবার মৃত্যু হল ২৮ বছর বয়সী এক তরুণীর। তাঁর নাম বেটসি ডায়ানা জারামিলো রামিরেজ। ২৯ নভেম্বর ইকুয়েডরের একটি জিমে শরীর চর্চা করতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পরে CCTV তে দেখা যায়, জিম ট্রেনারের কথা মতোই ওয়েট লিফটিং এর লোহার পাত নিয়ে ওঠবস করছিলেন ডায়না। হঠাৎই তিনি লুটিয়ে পড়েন মাটিতে। আর হাজার চেষ্টাতেও তাঁকে ওঠানো সম্ভব হয়নি৷
আরও পড়ুন : ৯১ বছর বয়সে প্রয়াত 'সিটি অফ জয়'-এর স্রষ্টা ডমিনিক ল্যাপিয়ার
'মেক্সিকান পোস্ট' সংবাদ মাধ্যম সূত্রে খবর, তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল নিয়ে যাওয়ার সময়ই উপস্থিত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তাঁর অনুমান আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েই প্রাণ যায় ডায়নার।