স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন দুর্ঘটনা। জ্যাভলিন গিঁথে গেল স্কুল ছাত্রের গলায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে ওড়িশার(Odisha Javelin Accident) বালাঙ্গির জেলার আগলপুর বয়েজ পঞ্চায়েত হাই স্কুলে। আহত নবম শ্রেণির পড়ুয়া সদানন্দ মেহেরকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় ভীমা ভই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Bheema Vai Medical College & Hospital)। সেখানকার চিকিৎসকরা আহত ছাত্রের গলা থেকে জ্যাভেলিনটি বের করে আনেন। বর্তমানে ওই ছাত্রটি সুস্থ আছে বলেই খবর।
এই ঘটনার পরেই তৎপরতা শুরু হয় নবীন-প্রশাসনের(Naveen Patnaik) অন্দরে। সংশ্লিষ্ট আধিকারিকদের এই ঘটনায় আহত ছাত্রের পরিবারকে ৩০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেন জেলা কালেক্টর। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই ছাত্রের চিকিৎসায় অর্থসাহায্যের ঘোষণা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক(CM Naveen Patnaik)।
জানা গিয়েছে, আগলপুর হাই স্কুলে(Agalpur High School) ক্রীড়া প্রতিযোগিতা শুরুর আগে প্র্যাকটিস সেশন চলছিল। সে সময় এক পড়ুয়ার ভুলে জ্যাভলিন গিঁথে যায় মাঠে থাকা সদানন্দের গলায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, জ্যাভেলিনের(Odisha Javelin Accident) তীক্ষ্ণ দিকটি ছাত্রের বাঁদিক দিয়ে বেরিয়ে আছে। ডাঁটির লম্বা দিকটি ডানদিক থেকে ঝুলে আছে। ওই অবস্থাতেই তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।