বাইরে প্রবল গরম। তাই বাড়িতে বসে অনলাইনে আইসক্রিম অর্ডার করেছিলেন এক যুবতী। তিনি পেশায় একজন চিকিৎসক। তাঁর অর্ডার মতো এসেছিল বাটারস্কচ আইসক্রিম। কিন্তু প্যাকেট খুলতে থ মুম্বইয়ের মালার্ডের ওই বাসিন্দা। ক্রিম সরিয়ে আইসক্রিম মুখ দিতে গিয়ে অবাক ওই তরুণী। কারণ, ক্রিমের মধ্যে থেকে বেরিয়ে এল মানুষের কাটা আঙুল।
এই ঘটনায় হইচই এখন নেটদুনিয়ায়। কারণ, আঙুল সমেত আইসক্রিমের ওই বাক্স নিয়ে মালার্ড থানায় ছোটেন ওই তরুণী। দায়ের করেছেন অভিযোগও। ইতিমধ্যেই আইসক্রিমের ওই কোম্পানির বিরুদ্ধে ফুড অল্টারেশন ও জীবন বিপন্ন করার অভিযোগ দায়ের করা হয়েছে।
ইতিমধ্যেই আইসক্রিমের মধ্যে আটকে থাকা আঙুলটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই তরুণী। সেই ছবি দেখে হইচই নেট দুনিয়ায়।