প্রতিবেশী যুবকের বাইকে উঠতে চাননি মহিলা। আর সেই কারণেই ওই মহিলাকে প্রকাশ্যে হেলমেট দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Gurugram) গুরুগ্রামে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ওই ঘটনার সিসিটিভি (CCTV) ফুটেজ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, অটোর সামনে বাইক দাঁড় করালেন এক ব্যক্তি। কথা বলছিলেন অটোতে থাকা মহিলার সঙ্গে। কিছুক্ষণ পর বাইকটি অটোর পিছন দিকে দাঁড় করিয়ে মহিলার দিকে এগিয়ে যান অভিযুক্ত। অটো থেকে নামার পর মহিলার সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। এর মধ্যে আচমকাই নিজের হাতের হেলমেট দিয়ে মহিলাকে মারতে শুরু করেন ওই ব্যক্তি। পাল্টা নিজের ব্যাগ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন মহিলা। ওই ফুটেজের সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
আরও পড়ুন- পালিয়ে লাভ হল না, বেঙ্গালুরু থেকে গ্রেফতার প্রস্রাব-কাণ্ডের অভিযুক্ত শঙ্কর
ঘটনাটি দেখে মহিলাকে বাঁচাতে যায় অটোচালক এবং স্থানীয়রা। সংবাদ সংস্থা এএনআইকে গুরুগ্রামের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনের মনোজ কে জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের নাম কমল। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আহত মহিলা ভর্তি রয়েছেন হাসপাতালে।