জঙ্গলে সাফারির অভিজ্ঞতা সব সময়ই রোমহষর্ক। এবার আরও রোমাঞ্চকর সাফারির সাক্ষী থাকল নেটিজেনরা। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, এক দল পর্যটক জঙ্গল সাফারিতে বেরিয়েছেন। সঙ্গে ছিল হুডখোলা গাড়ি। তাদের সঙ্গে গাইডও ছিলেন। জঙ্গলের দৃশ্য উপভোগ করছিলেন তারা। জঙ্গলের গভীরে গাড়ি ঢুকতেই একটা সিংহীকে বেরিয়ে আসতে দেখা যায়।
এরপর পর্যটকদের দিকেই ধেয়ে আসতে দেখা যায় সেই সিংহীকে৷ পর্যটকরা তখন কার্যত হতবাক, মৃত্যু যেন তাদের সঙ্গে পাঞ্জা লড়ছে। কিন্তু গাইড তাদের সেই সময় শান্ত থাকার পরামর্শ দিচ্ছিলেন বারংবার। কিন্তু কে শোনে কার কথা। মৃত্যু ভয় তাদের তখন ক্রমেই গ্রাস করছে। সিংহী যখন আরও কাছে তখন পর্যটকদের প্রাণ যায় প্রাণ যায় অবস্থা।
কিন্তু সক্কলকে চমকে দিয়ে সিংহী কার্যত আহ্লাদে নুইয়ে পড়ল পর্যটকেদের গায়ে৷ তাদের পোষ্যের মতো আদর ও করল পর্যটকরা৷ এই দৃশ্য দেখে তুমুল রোমাঞ্চের পরেও কার্যত চোখ জুড়িয়েছে নেটিজেনদের। তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।