বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের ‘অপরাধে’ অত্যাচারের শিকার ছত্তিশগড়ের রায়পুরের বছর ১৬ -এর এক কিশোরী। এলাকার এক দোকানে কাজ করত সে, প্রায় প্রতিদিনই তাঁকে উত্যক্ত করত বছর ৪৭ এর এক ব্যক্তি। ওই ব্যক্তি বিয়ের প্রস্তাবও দিয়েছিল কিশোরীকে। বিয়ের প্রস্তাব ফেরানোয় কিশোরীর চুলের মুঠি ধরে রাস্তা দিয়ে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাওয়া হয় তাঁকে, ধারাল অস্ত্র দিয়ে করা হয় মারধরও। রায়পুরের এই হাড়হিম করা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Scented candles side effects: সুগন্ধি মোম জ্বালিয়ে ঘর সাজান? হতে পারে ফুসফুসের বড় ক্ষতি
ভোর সন্ধেবেলায় এই ঘটনা ঘটে, প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কিশোরীর মা জানান অভিযুক্ত ওমকার তিওয়ারি নামে ওই ব্যক্তি মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতেও এসেছিলেন, মেয়ে নারাজ হতেই শুরু হয় অত্যাচার। কিশোরী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।