পাসওয়ার্ডে কী কী লেখে মানুষ? কোন পাসওয়ার্ড সবথেকে বেশি ব্যবহার করা হয়? এই জল্পনার শেষ নেই! ফেসবুক, ইনস্টাগ্রাম তো বটেই। ওয়াইফাই থেকে জি-পে সবকিছুর জন্যই লাগে পাসওয়ার্ড এবং তাতে সবথেকে বেশি কোন কোন ক্যারেক্টর ব্যবহৃত হয় তা নিয়েই একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছে নর্ডপাস। যে রিপোর্টের পোশাকি নাম 'টপ টু হান্ড্রেড মোস্ট কমন পাসওয়ার্ডস'। সেই রিপোর্টেই উঠে এসেছে অতি মজার এক তথ্য। ভারতীয়রা যে পাসওয়ার্ড সবথেকে বেশি ব্যবহার করে, সেটি হল 'পাসওয়ার্ড'! এছাড়াও রয়েছে 'বিগবাস্কেট', 'ওয়ানটুথ্রিফোরফাইভসিক্স' থেকে শুরু করে 'আনমোলওয়ানটুথ্রিফোর' পর্যন্ত সবকিছুই!
এক নজরে তালিকার সেই অতি ব্যবহৃত ১০টি পাসওয়ার্ডের সম্বন্ধেই জেনে নেওয়া যাক।
ভারতে সবথেকে ব্যবহৃত পাসওয়ার্ডগুলি:
পাসওয়ার্ড - ৩৪ লক্ষবারেরও বেশি ব্যবহার করা হয়েছে
123456 - ১.৬ লক্ষবারেরও বেশি ব্যবহৃত
12345678 - ১.১ লক্ষবারেরও বেশিবার ব্যবহার করা হয়েছে
bigbasket - ৭৫ হাজারের বেশিবার ব্যবহৃত
123456789 - ৩০ হাজারের বেশিবার ব্যবহৃত হয়েছে
pass@123 - ২০ হাজারের বেশিবার ব্যবহৃত হয়েছে
1234567890 - ১৪ হাজারের বেশিবার ব্যবহার করা হয়েছে
anmol123 - ১০ হাজারেও বেশিবার ব্যবহার করা হয়েছে
abcd1234 - ৮ হাজার ৯০০ বারের বেশি ব্যবহৃত
googledummy - ৮ হাজার ৪০০ বারের বেশি ব্যবহার করা হয়েছে
নর্ডপাসের তরফ থেকে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, 'চশক্তিশালী পাসওয়ার্ডের গুরুত্ব নিয়ে এখনও ওয়াকিবহাল নয় ইন্টারনেট ব্যবহার করা জনতা। অধিকাংশই নিজেদের অ্যাকাউন্টের জন্য দুর্বল পাসওয়ার্ডই ব্যবহার করেন'।
'মানুষ অভ্যাসের দাস। আমরা লক্ষ করেছি, কীভাবে বছরের পর বছর ধরে নিজের প্রিয় চরিত্র, প্রিয় খাদ্য, প্রিয় দলের প্রাধ্যন্য রয়েছে পাসওয়ার্ডের তালিকায়', জানানো হয় নর্ডপাসের পক্ষ থেকে।