Happy Valentine's Day 2023: কতটা পথ পেরোলে তবে ভালবাসা যায়? তা নিয়ে নানা মুনির নানা মত। তা নিয়ে রচিত হয়েছে বহু গদ্য-পদ্য। হয়েছে সিনেমাও। কিন্তু, একেবারে সাধারণ মানুষের জীবনেও তো আসে প্রেম, নানা আঙ্গিকে। সেইসব কাহিনি প্রকাশ্যে এলে চমকে উঠতে হয়।
আগ্রা (Agra) থেকে মাত্র ঘণ্টা চারেকের পথ বুলন্দশহর (Bulandshahar)। সেই শহরের বাসিন্দা অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার ফয়জল হাসান কাদরি (Faizal Hasan Qadri) ভালোবাসতেন তাঁর স্ত্রী’কে। ২০১১ সালে ক্যানসারে (His wife got died in Cancer) মৃত্যু হয়েছিল তাঁর স্ত্রী’র।
আরও পড়ুন: ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মিন্ত্রা ও নাইকায় ৫০% ছাড়, দেখে নিন আকর্ষণীয় অফারগুলো
মৃত্যুর আগে স্বামীকে বলতেন একটাই কথা- ‘মৃত্যুর পরে কি আমাকে কেউ মনে রাখবে আর কখনও’? উত্তর খুঁজে বের করলেন ফয়জল সাহেব নিজেই। তাঁর স্ত্রী'কে চিরকাল যাতে মনে রাখে সকলে, মনে রাখে তাঁদের প্রেম (Love), সেই উদ্দেশ্যে স্ত্রী’র মৃত্যুর বেশ কয়েক বছর বাদে নিজের সমস্ত সঞ্চয় দিয়ে স্ত্রী’র স্মৃতির উদ্দেশে তৈরি করলেন একটি তাজমহল (Taj Mahal replica)।
সঞ্চয়ের ১৫ লক্ষ টাকা দিয়ে ওই ‘তাজমহল’ (Taj Mahal replica) বানাতে গিয়ে অর্থ ফুরিয়ে যায় এক সময়। তখন পাশে এসে দাঁড়ায় উত্তরপ্রদেশ সরকার। তাঁর স্ত্রী’র সমাধির পাশেই দাফন করা হোক তাঁকে, এমনই ইচ্ছা ছিল ফয়জল হাসান কাদরির (Faizal Hasan Qadri)। ঠিক সম্রাট শাহজাহানের মতোই। বাকি দুনিয়ার কাছে তিনি এক মামুলি বৃদ্ধ হতে পারেন। কিন্তু, নিজের প্রেমের কাছে তো তিনিও 'শাহজাহান' (Shah Jahan)!
২০১৮ সালে একটি দুর্ঘটনায় প্রয়াত হন তিনি। তাঁকে সমাধিস্থ করা হয়েছিল ঠিক তাঁর স্ত্রী'র পাশেই।