আন্দোলনের ৪০-তম দিনে জুনিয়র ডাক্তারদের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, সব দাবি পূরণ করেছে রাজ্য সরকার। এবার আপনার কাজে ফিরুন। তবে, এর পাশাপাশিই জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন নিয়ে যে উদ্বেগ, তার সঙ্গেও সহমত পোষণ করলেন তিনি। জুনিয়র ডাক্তারদের উদ্বেগ ‘বৈধ, বিচক্ষণ এবং ন্যায়সঙ্গত’ বলেও উল্লেখ করেছেন অভিষেক। বিষয়টি নিয়ে বুধবার এক্স হ্যান্ডেলে একটি বড় পোস্ট করেন অভিষেক। সেই পোস্টে গত এক দশকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর ট্র্যাক রেকর্ডের কথাও 'মনে করিয়ে' দেন তিনি। তাঁর দাবি, গত ১০ বছরে একটি তদন্তও ঠিকবাবে সম্পন্ন করে উঠতে পারেনি সিবিআই। আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মামলার দ্রুত বিচার 'সুনিশ্চিত' করতে হবে সিবিআইকেই, পোস্টে এমন দাবিও করেন তৃণমূলের 'সেনাপতি'।
উল্লেখ্য, এর আগেও সিবিআই-এর 'ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রথম দিন থেকে আর জি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেছেন তিনি। তাঁদের অধিকাংশ দাবি যুক্তিপূর্ণ বলেও মনে করেছেন।
এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, 'জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত সমস্ত দাবি সমর্থন করেছি প্রথম দিন থেকেই। তাঁদের বহু দাবিই যুক্তিপূর্ণ বলেই মনে হয়েছে। রাজ্য় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে, ১৪ দিনের মধ্যে বাংলার সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে সিসিটিভি বসানো হবে, নিরাপত্তা বিষয়ক পরিকাঠামো উন্নয়ন ঘটানো হবে। একইসঙ্গে রাজ্য় সরকার তাঁদের দাবি মেনে কলকাতা পুলিশ এবং স্বাস্থ্যদপ্তরের একাধিক শীর্ষকর্তাকে বদলি করেছে।'