Abhishek Banerjee: 'এবার কাজে ফিরুন', জুনিয়র ডাক্তারদের 'সমর্থন' জানিয়ে বার্তা অভিষেকের

Updated : Sep 18, 2024 19:26
|
Editorji News Desk

আন্দোলনের ৪০-তম দিনে জুনিয়র ডাক্তারদের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, সব দাবি পূরণ করেছে রাজ্য সরকার। এবার আপনার কাজে ফিরুন। তবে, এর পাশাপাশিই জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন নিয়ে যে উদ্বেগ, তার সঙ্গেও সহমত পোষণ করলেন তিনি। জুনিয়র ডাক্তারদের উদ্বেগ ‘বৈধ, বিচক্ষণ এবং ন্যায়সঙ্গত’ বলেও উল্লেখ করেছেন অভিষেক। বিষয়টি নিয়ে বুধবার এক্স হ্যান্ডেলে একটি বড় পোস্ট করেন অভিষেক। সেই পোস্টে গত এক দশকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর ট্র্যাক রেকর্ডের কথাও 'মনে করিয়ে' দেন তিনি। তাঁর দাবি, গত ১০ বছরে একটি তদন্তও ঠিকবাবে সম্পন্ন করে উঠতে পারেনি সিবিআই। আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মামলার দ্রুত বিচার 'সুনিশ্চিত' করতে হবে সিবিআইকেই, পোস্টে এমন দাবিও করেন তৃণমূলের 'সেনাপতি'।

উল্লেখ্য, এর আগেও সিবিআই-এর 'ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রথম দিন থেকে আর জি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেছেন তিনি। তাঁদের অধিকাংশ দাবি যুক্তিপূর্ণ বলেও মনে করেছেন।

এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, 'জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত সমস্ত দাবি সমর্থন করেছি প্রথম দিন থেকেই। তাঁদের বহু দাবিই যুক্তিপূর্ণ বলেই মনে হয়েছে। রাজ্য় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে, ১৪ দিনের মধ্যে বাংলার সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে সিসিটিভি বসানো হবে, নিরাপত্তা বিষয়ক পরিকাঠামো উন্নয়ন ঘটানো হবে। একইসঙ্গে রাজ্য় সরকার তাঁদের দাবি মেনে কলকাতা পুলিশ এবং স্বাস্থ্যদপ্তরের একাধিক শীর্ষকর্তাকে বদলি করেছে।'

Abhishek Banerjee

Recommended For You

editorji | ট্রেন্ডিং

Indian Wedding : 'অ্যানিম্যাল' সিনেমার কায়দায় বিয়ে, তুমুল ভাইরাল হলেন বর-বউ

editorji | ট্রেন্ডিং

Rajuda Parota: রাজুদার পকেট পরোটার তরকারি বানাবেন কীভাবে? সিক্রেট রেসিপি ফাঁস

editorji | ট্রেন্ডিং

Brain Eating : ঘুম হয় না ঠিক করে? জানেন আপনার মস্তিষ্ক নিজেই নিজেকে খেয়ে ফেলতে পারে এই কারণে?

editorji | ট্রেন্ডিং

Elephant Memory : স্মৃতি তুমি কার! অতীত কখনও ভোলে না হাতি, নেয় প্রতিশোধও, কেন জানেন?

editorji | ট্রেন্ডিং

No Shave November : ক্যানসার আক্রান্ত পিতার স্মৃতিতে নতুন ট্রেন্ড শুরু করলেন পুত্র-কন্যারা, জানুন ইতিহাস