রবিবারের বাজার। বাঙালি ইলিশ খুঁজতে বেরিয়েছিল। কিন্তু গোমরা মুখে বাড়ি ফিরতে হয়েছে। ভরা বর্ষা, কিন্তু ইলিশের দেখা নেই। এরমধ্যে একটা কাণ্ড ঘটিয়েছেন উত্তর ২৪ পরগনার ঝিঙেখালির বাসিন্দা বাসুদেব মৃধা। শনিবার গভীর রাতে রায়মঙ্গল নদীতে তিনি জাল ফেলেছিলেন। সঙ্গে ছিলেন ছেলে হরিদাসও। খানিকক্ষণ বাদে প্রচন্ড বেগে জাল নড়তে থাকে। বাবা-ছেলে খানিকক্ষণ অবাক হয়ে যান। তারপর....
রবিবার সকালে স্থানীয় কালীতলা বাজারে তাঁরা আসতে শুরু হয় ভিড় জমার পালা। তাঁদের জালে পড়েছিল একটা পেল্লাই ভেটকি মাছ। যার ওজন প্রায় বিশ কিলো। মাছটি লম্বায় হাত চারেক। চওড়াও প্রায় এক হাত। সময় নষ্ঠ করেননি বাসুদেব। দামের আসায় রওনা দেন কলকাতায়। কলকাতার বাজারে মাছটির ওজন দাঁড়ায় ১৯ কিলো ৬২০ গ্রাম। প্রতি কেজির দাম উঠেছে ৯৮০ টাকা। মোট ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি।
সম্প্রতি দিঘায় এক ব্যক্তি তেলিয়া ভোলা বিক্রি করে লাখপতি হয়েছেন। উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকায় দীর্ঘ দিন ধরে মাছ ধরছেন বাসুদেব। কিন্তু এই ভেটকি যেন তাঁর কাছে মৎস্য অবতার। করোনা আয় কমিয়ে দিয়েছিল। এই ভেটকি বিক্রি করে আপাতত স্বস্তি মৃধা পরিবারের।