প্রায় দু ঘণ্টা স্তব্ধ থাকার পর অবশেষে ফের চালু হল হোয়াটসঅ্যাপ। এক বিবৃতিতে মেটা জানিয়েছে, এই ম্য়াসেঞ্জার অ্য়াপের মূল সার্ভার বসে যাওয়ার জন্য প্রায় দু ঘণ্টা পরিষেবা বিঘ্ন নয়। শুধু ভারত নয়, বিশ্বের নানা জায়গাতেই স্তব্ধ হয়ে জীবন। মেটার তরফে জানানো হয়েছে, এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। এর আগে মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ হঠাৎ-ই বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্য়াপ। ফলে মাথায় হাত পড়ে গ্রাহকদের। দ্রুত অভিযোগ জানানোর কাজ শুরু হয়। এরপর দুটোর পর পরিষেবা ফের চালু হলে জীবন যেন ফিরে আসে।
এর আগে, সপ্তাহের দ্বিতীয় দিনে হোয়াটসঅ্য়াপ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন সংস্থার কাজ আটকে যায়। বিশেষ করে থমকে যায় কর্পোরেট দুনিয়া। কারণ, এই ম্য়াসেঞ্জার অ্য়াপকে ভরসা করেই এখন গোটা বিশ্ব চলছে। প্রথমে কিছু বুঝে ওঠা যায়নি। পরে ধীরে ধীরে পরিস্থিতি বোঝা যায়। এরমধ্যে প্রায় ১১ হাজার গ্রাহক মেটায় অভিযোগ জানাতে থাকেন। মেটার পক্ষ থেকেও শুরু হয় দ্রুত সার্ভার ঠিক করার কাজ। কারণ, এই ঘটনায় ডেটা লিকেরও অনেকে আশঙ্কা প্রকাশ করেন।
তবে মেটার তরফে জানানো হয়েছে, ডেটা লিকের কোনও সম্ভবনা নেই। কারণ, ম্য়াসেঞ্জারের কোনও একটি নির্দিষ্ট সার্ভার নয়, বসে গিয়েছিল মূল সার্ভার। তাই প্রাথমিক ভাবে কোনও ডেটা লিক হয়নি বলেই দাবি করা হয়েছে। প্রায় দু ঘণ্টা এই পরিষেবা বন্ধ থাকায় আন্তর্জাতিক দুনিয়াতেও প্রভাব পড়ে। বিশেষ করে ট্রেডিং সংস্থার গুলির কাজ করতে সবচেয়ে বেশি অসুবিধার মুখে পড়তে হয়।