এআই বা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স করতে পারে না, এমন কাজ প্রায় নেই বললেই চলে! এবার নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র আরও একধাপ এগিয়ে জানাচ্ছে, অন্তত তিন বছর আগে থেকেই প্যানক্রিয়াসের ক্যানসারকে চিহ্নিত করে ফেলতে পারবে এআই। এই মুহূর্তে বিশ্বের সবথেকে মারণ ক্যানসারগুলির মধ্যে অন্যতম সাংঘাতিক ক্যানসার হিসেবে মনে করা হয় প্যানক্রিয়াসের ক্যানসারকে। প্রতি বছর অজস্র মানুষের মৃত্যু হয় এর ফলে। তাই এআই যদি একেবার প্রাথমিক অবস্থাতেই এই ক্যানসার চিহ্নিত করতে ফেলতে পারে তাহলে তা চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত যুগান্তকারী ব্যাপার হবে বলে মনে করছেন চিকিৎসকেরাও।
গবেষণার জন্য এআই নির্ভর জনসংখ্যা স্ক্রিনিং-এর মাধ্যমে ডেনমার্ক ও আমেরিকার ৯০ লক্ষেরও বেশি রোগীর ওপর সমীক্ষা চালানো হয়। যদিও, এই প্রযুক্তি এখনও প্রাথমিক অবস্থায় আছে বলেই জানা যাচ্ছে।
গবেষকরা আরও জানিয়েছে, ফুসফুসের ক্যানসার চিকিৎসায়ও এআই-কে ব্যবহার করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন তাঁরা।