ডিসেম্বরের শেষেও হাফ সোয়েটারটুকু লাগছিল না, সেই কলকাতাতেই জানুয়ারির প্রথম সপ্তাহে তুষারপাত!!! বিশ্বাস হয় না? আপনার ঘরের জানলা দরজা বন্ধ তো, পাল্লা খুলেই দেখুন...
তবু বরফ নেই? আহা... আপনার বাড়ির সামনে না থাকুক, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাঠটা? পুরোটাই তো ঢেকেছে বরফে। শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে ঝুরো ঝুরো বরফ, হাওড়া ব্রিজের তলাতেও একই অবস্থা! ব্যাপারটা কী?
Winter Meme: বছরের শুরুতেই শীতের বাড়বাড়ন্ত! ‘হাড় কাঁপা ঠান্ডায় মিমের জোয়ারে ভাসছে সোশ্যাল মিডিয়া
আসলে রাতারতি শহরে একধাক্কায় অনেকটা নেমেছে পারদ। ঠান্ডায় জবুথবু কলকাতা। আর এ সবের মধ্যেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এআই জেনারেটেড কিছু ছবি। তুষারপাত হলে কেমন হতো তিলোত্তমার ছবিটা, সেটাই দেখে নিচ্ছেন অনেকে, দেদার শেয়ারও হচ্ছে তিলোত্তমায় তুষারপাতের ছবি।