রুপোলি পর্দার প্রায় সকলেরই পছন্দের পোশাক শিল্পী মণীশ মলহোত্র (Designer Manish Malhotra)। কিয়ারা, পরিণীতি এমনকি করিনা কাপুর খানেরও বিয়ের পোশাক ডিজাইন করেছেন মণীশ। এবার রুপোলি পর্দার পাশাপাশি বলিউডের জনপ্রিয় এই পোশাক শিল্পী পোশাক তৈরি করবেন এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের (Air India) জন্যও।
সম্প্রতি এমনটাই জানালেন,বিমানসংস্থার সিইও এবং এমডি ক্যাম্পবেল উইলসন। তাঁর কথায়, বিশ্ব দরবারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া। তাই দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে মানানসই পোশাক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে পোশাকশিল্পী মণীশ মলহোত্রকে।
আরও পড়ুন - রাগনীতির রিসেপশন বাতিল? নেপথ্যে কী কারণ!
এয়ার ইন্ডিয়ার আধুনিকীকরণের কাজ চলছে। তারই অঙ্গ হিসেবে নতুন পোশাকের পরিকল্পনা করা হয়েছে। বিমানচালক, কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, নিরাপত্তারক্ষী মিলিয়ে প্রায় ১০ হাজার কর্মীর পোশাকের নকশা তৈরি করছেন মণীশ। চলতি বছরের শেষেই কর্মীদের এই পোশাকে দেখা যাবে বলে জানা গিয়েছে।