বর্তমান সময়ের সাড়া জাগানো খবর, তা সে বিনোদন জগতেরই হোক, বা ময়দান কিমবা মিছিল, হাল্কা ছন্দে ভারী ভারী কথা অনায়াসে বলে দিতে পারে আমুলের বিজ্ঞাপন। আজ জন্মাষ্টমীর পুণ্য তিথিতে তেমনই এক ইঙ্গিতবহ পোস্ট করল আমুলের বাংলা বিভাগ। সেখানে লেখা 'কেষ্টা ব্যাটাই চোর'। এমনিতে সাদা মাটা পোস্টই বটে। বাংলায় কৃষ্ণকে কেষ্ট ঠাকুরই বলে বটে। আর ছোট্ট কৃষ্ণ তো মাখন চোর বলেই পরিচিত ছিল।
কিন্তু নিছক মজার আড়ালে খানিক শ্লেষ রয়েছে আমুলের বিজ্ঞাপনে। রবি ঠাকুরের কবিতার এই পংতি সম্প্রতি বহুল ব্যবহৃত হয়েছে মিম হিসেবে। কেন, না, গরু পাচারকাণ্ডে দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করার পর। সপ্তাহ খানেক আগেই সেই মিমে ছেয়ে গিয়েছিল ফেসবুক। আর তার ঠিক পর পর আমুলের এই বিজ্ঞাপন নিছক কাকতালীয় নয় নিশ্চয়ই!
Anubrata Mondal: 'কেষ্টা বেটাই চোর', অনুব্রত-র গ্রেফতারির পর থেকে সোশ্যাল মিডিয়ায় মিম-বন্যা