গাড়িতে ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছিল পেঁপে-বিক্রেতার (Papaya vendor) ঠেলাগাড়ি। সেই কারণেই ওই বিক্রেতাকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার জন্য গাড়ির মালিক ওই গরিব পেঁপে-বিক্রেতার ঠেলাতে সাজানো পেঁপে রাস্তায় ছুড়ে ছুড়ে ফেললেন।
ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal)। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল (Viral) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কী ক্ষিপ্তভাবে ওই ঠেলা থেকে একের পর এক পেঁপে ছুড়ে ফেলছেন ভোপালের একটি বেসরকারি কলেজের অধ্যাপিকা ওই মহিলা।
ওই মহিলার অভিযোগ, তাঁর বাড়ির বাইরে দাঁড় করানো গাড়িটতে ইচ্ছাকৃতভাবে ওই ঠেলাচালক ধাক্কা দেন।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়ালেও ওই মহিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট ঠেলাচালক কোনও অভিযোগ দায়ের করেছেন কি না, তা এখনও জানা যায়নি। এই ঘটনা নিয়ে প্রশাসনের তরফ থেকেও কোনও উচ্চবাচ্য করা হয়নি।