ফুটবল বিশ্বকাপের আঙিনা থেকে বহু দূরে রয়ে গিয়েছে ভারত৷ বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের জার্সি গায়ে ১১ জন ফুটবলার মাঠে নামবেন- এমন দৃশ্যের স্বপ্ন দেখেন প্রতিটি ভারতীয় ফুটবলপ্রেমী৷ কবে এই স্বপ্ন সত্যি হবে, তা জানা নেই৷ কিন্তু ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে নিজের দেশের ম্যাচ দেখলেন এক আর্জেন্টাইন তরুণী। কিন্তু মারাদোন, মেসির দেশের তরুণী কেন ভারতের জাতীয় পতাকায় শরীর মুড়ে হাজির হলেন স্টেডিয়ামে?
Punjab Train accident: ফল খেতে খেতেই ট্রেনের ধাক্কায় মৃত্যু তিন কিশোরের, আশঙ্কাজনক আরও এক কিশোর
কেরলে যুবক ইকবাল ফুটবল অন্তঃপ্রাণ। মনেপ্রাণে আর্জেন্টিনার সমর্থক। লিওনেল মেসির একনিষ্ঠ অনুরাগী। আর্জেন্টিনার ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন কাতারের স্টেডিয়ামে। সেখানেই এক তরুণীকে দেখতে পান তিনি৷ তাঁর নাম লেসিয়াস তেভেজ। তিনি আর্জেন্টাইন। কিন্তু তাঁর সঙ্গে রয়েছে ভারতের জাতীয় পতাকা। তেরঙা নিশান হাতে নিয়েই নিজের দেশের হয়ে গলা ফাটাচ্ছেন তিনি। বিস্মিত ইকবালের প্রশ্নের উত্তরে লেসিয়াস জানান, আর্জেন্টিনার প্রতি ভারতীয়দের সমর্থন দেখে তিনি মুগ্ধ। তাই তিনি নিজের শরীর মুড়ে নিয়েছেন ভারতের জাতীয় পতাকায়।
মুগ্ধ হয়েছেন ইকবালও। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন তিনি। ভিন্ দেশের তরুণীর ভারতপ্রেমে উচ্ছ্বসিত ইকবাল লিখেছেন, 'আমাদের দেশ আলাদা হলেও ফুটবল আমাদের এক করেছে। আমাদের দেশকে ভালবাসার জন্য তোমাকে ধন্যবাদ লেসিয়াস তেভেজ।'