পরনে সাদা পোশাক। ছোট্ট ছোট্ট টলমল পা বিমানের মধ্যে দিয়ে হেঁটে চলেছে। দেখে বোঝাই যাচ্ছে সবে হাঁটতে শিখেছে সে। এভাবেই বিমানের গলিপথে একজন করে যাত্রীর আসনের সামনে এগিয়ে যাচ্ছে আর হাত মিলিয়ে বিনিময় করে নিচ্ছে এক গাল হাসি। সৌজন্য বিনিময় শেষ হলেই আবার সে এগিয়ে যাচ্ছে পরের যাত্রীর কাছে। যেন কোনও এক রাজনৈতিক ব্যক্তিত্বের খুদে সংস্করণ।
সম্প্রতি ওই খুদে বিমানযাত্রীর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মরিসা স্কোয়ার্টজ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে ওই ভিডিয়ো। ক্যাপশনে লেখা হয়েছে কী মিশুকে! আপলোড হতেই শিশুটি মন কেড়েছে নেটিজেনদের। এমনকি ভিডিয়োটি দেখে বোঝা যাচ্ছে বাস্তবেও বিমানে সহযাত্রীদের মন জয় করে ফেলেছেন খুদে।
আরও পড়ুন- শাড়ি পরে ওয়ার্ক আউট! ভাইরাল হতেই সমালোচনার ঝড়
ইতিমধ্যেই প্রায় ২৮ লক্ষ বার দেখা হয়েছে ওই ভিডিয়ো। লাইক করেছেন প্রায় ৫৪ হাজার। শেয়ারও হয়েছে অনেক। সকলে ছোট্ট শিশুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকে আবার লিখেছেন, শুধু হাতটা বাড়িয়ে দেওয়ার অপেক্ষা।