বিয়েবাড়ির অনুষ্ঠানের উদযাপন। মনের আনন্দে নাচছিলেন এক শিক্ষক। কিন্তু সেটাই যে হবে জীবনের শেষ মুহূর্ত, কে জানত?। নাচতেই নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যক্তি। রাজস্থানের পালির ঘটনা। মৃত ব্যক্তি পালিরই স্থানীয় এক সরকারি স্কুলের শারীরশিক্ষার শিক্ষক ছিলেন। ওই শিক্ষকের শেষ মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই টুইটারে ছড়িয়ে পড়েছে।
ব্যক্তির জীবনের শেষ মুহূর্ত ভিডিওবন্দি হয়েছে। তাতেই দেখা যাচ্ছে, অনুষ্ঠানে যোগ দিয়ে বাকি আত্মীয় পরিজনদের সঙ্গে তুমুল নাচছিলেন ওই শিক্ষক। নাচতে নাচতে তিনি হঠাৎই কয়েক মুহূর্তের জন্য থেমে যান, সামান্য কাশেন। তারপরই সঙ্গীদের সঙ্গে ফের নাচে মেতে ওঠেন।
কিছু ক্ষণের মধ্যেই ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। বিয়ে বাড়ির সকলেই ভাবেন নাচতে নাচতে রসিকতা করেই পড়েছেন। কিন্তু বেশ কিছু ক্ষণ ব্যক্তি মাটিতে পড়ে থাকায়, ছুটে আসেন সকলে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিক্ষককে মৃত বলে ঘোষণা করা হয়।
শারীরিক কসরত করতে করতে বা আচমকা মৃত্যুর ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে। সম্প্রতি জিম করতে করতেই ম্রিত্যু হয়েছে হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত সূর্যবংশীর।