বিয়ের সাজে সেজেছে তরুণী, পরনে হলুদ লেহেঙ্গা। মাথায় রামধনু রঙের ওড়না। হাতে প্রয়াত বাবার ছবি। বলিউড সিনেমা ‘রাজি’র 'দিলবারো' (Dilbaro) গানে নাচলেন পাকিস্তানি তরুণী (Pakistani girl's viral video)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই নাচের ভিডিও। নাচের ভূয়সী প্রশংসা করলেন অনেকেই। বিয়ের আগাম শুভেচ্ছাবার্তাও পেলেন ভিডিওর তরুণী।
৯ নভেম্বর ইনস্টাগ্রামে আলিয়া ভাটের গানের সঙ্গে নাচার ভিডিয়োটি পোস্ট করেছেন ‘হয়া সেজ’ নামে এক ইউজার, সম্ভবত, তিনিই কনে। ভিডিওর ভিউ ছাড়িয়েছে কয়েক লক্ষ। আবেগঘন সেই মুহূর্ত চোখ ভেজাচ্ছে তামাম নেটিজেনদের।
Jeetu Kamal Next Movie: জিৎ-জিতুর যুগলবন্দি! পোস্টার শেয়ার করে সুখবর দিলেন পর্দার 'অপরাজিত'
কিছু দিন আগে লতা মঙ্গেশকরের গাওয়া ‘মেরা দিল ইয়ে পুকারে’ গানে নেচে ভাইরাল হয়েছিলেন পাকিস্তানি-কন্যা আয়েষা। এ বার ভাইরাল হল এই ভিডিয়োটি।