ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ (Bangladesh)।
রাজধানী ঢাকা শহরে (Dhaka) কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে বিরাট দেয়ালে চলছে নতুন করে লেখার কাজ। কোথাও লেখা হয়েছে, ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা, তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালোবাসা’, কোথাও ‘মাতৃভাষায় যাহার শ্রদ্ধা নাই সে মানুষ নহে’, আবার কোথাও ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে...'। সেজে উঠেছে গোটা চত্ত্বর। গভীর আবেগ ও শ্রদ্ধায় ভাষা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদ স্মরণে ছাত্রছাত্রীরা বিরাট প্রাঙ্গণ জুড়ে আঁকছেন আলপনা। বাংলা বর্ণমালায় সেজে উঠছে ঢাকা। পড়ুয়াদের গালে আঁকা হচ্ছে সবুজ জমিতে লাল সূর্য- বাংলাদেশের পতাকা। গানে, কবিতায়, নাচে, ছবিতে একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করার প্রস্তুতি নিচ্ছে নবীন প্রজন্ম।
ভাষা আন্দোলনের ৭০ তম জয়ন্তী এবার। তাই আরও অনেকখানি বেশি ২০ ফেব্রুয়ারি রাত ১২টার পর থেকেই রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার, বিদেশি কূটনৈতিক দূতাবাসের কর্মকর্তারা, মন্ত্রী, সচিব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-সহ সর্বস্তরের জনসাধারণ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা জানাবেন। প্রতি বছরের মতো এবারও বিপুল জমায়েতের সম্ভাবনা রয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রত্যেককে করোনা (Coronavirus) সংক্রান্ত সতর্কতা মেনে আসার অনুরোধ করেছেন।