হাঁটা শুরু হয়েছিল কন্যাকুমারী থেকে, প্রায় পাঁচ মাস পর সেই হাঁটা শেষ হল কাশ্মীরে। ভারত জোড়ো যাত্রার শেষে ভূ স্বর্গে তুষারপাতের সাক্ষী রাহুল-প্রিয়াঙ্কা। ভাই-বোনের বরফ নিয়ে খুনসুটিও চলল বেশ খানিকক্ষণ। দুজনই দুজনের গায়ে মাথায় মুখে মাখিয়ে দিলেন পেঁজা তুলোর মতো বরফ।
সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Kailash Kher attacked: হাম্পি উৎসবে কন্নড় গান কই? কৈলাস খেরকে লক্ষ করে ছোড়া হল বোতল
২০২২ এর ৭ সেপ্টেম্বর রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে শুরু করেছিলেন ভারত জোড়ো যাত্রা। প্রায় ৫ মাস পর ৩০ জানুয়ারি কাশ্মীরে শেষ হচ্ছে হাঁটা। বিজেপি বিরোধী ১২ টি রাজনৈতিক দল যোগ দিচ্ছে ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে।