দেখতে টাটা ন্যানো, কিন্তু তা চলে সৌরশক্তিতে। বাঁকুড়ার কাতজুরিডাঙার ব্যবসায়ী মনোজিৎ মণ্ডলের এই কাণ্ডে এখন অবাক জেলার বাসিন্দারা। ওই ব্যবসায়ীর বানানো এই বিশেষ গাড়িটিতে পেট্রল, ডিজেল লাগে না। চাই শুধু সূর্যালোক। জ্বালানী সাশ্রয়ী পরিবেশ-বান্ধব এই গাড়ি চালাতে প্রতি ১০০ কিলোমিটারে খরচ পড়ে মাত্র ৩০ থেকে ৩৫ টাকা। পেট্রল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে বাঁকুড়ার ওই ব্যবসায়ীর গাড়ি যেন এখন 'যন্ত্রচালিত বিস্ময়।'
জানা গিয়েছে, গাড়িটিতে ইঞ্জিন না থাকলেও গিয়ার সিস্টেম রয়েছে। সৌরচালিত গাড়িটি গতিতে অন্যান্যদের তুলনায় যদিও পিছিয়ে নেই। কারণ চতুর্থ গিয়ারে গাড়িটি ঘন্টায় ৮০ কিমি পর্যন্ত গতি নিতে পারে।
আরও পড়ুন- Dostojee : আমেরিকার বিখ্যাত টাইমস স্কোয়্যারে 'দোস্তজি'-র পোস্টার, আবেগে ভাসলেন প্রসূন
পেট্রল-ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানীকে সাশ্রয়ের পথে এক বড় পদক্ষেপ এই সৌরশক্তিচালিত গাড়ি। মনোজিৎবাবুর এই যুগান্তকারী আবিষ্কারে এখন তাঁকে সেলাম ঠুকছে বাঁকুড়ার মানুষ।