পেশায় জোম্যাটোর ডেলিভারি বয়। কিন্তু বয়স নেহাত কম নয়। রাজস্থানের ৪২ ডিগ্রি গরমে ভর দুপুরে খাবার ডেলিভারি করেন দুর্গী মিনা। সঙ্গে একমাত্র বাহন সাইকেল। চাকরির শর্ত মেনে ঠিক সময়ে খাবার পৌঁছে দিতে হয়। তাঁর ছবি ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। আর তাতেই ঘটে গেল আশ্চর্য এক ঘটনা। চাঁদা তুলে দুর্গিকে মোটরবাইক কিনে দিলেন নেটিজেনরা।
আদিত্য শর্মা নামের এক টুইটার ইউজার তাঁর টুইটার হ্যান্ডেল থেকে দুর্গীর গল্প শেয়ার করেছিলেন। কাঠফাটা রোদ্দুর যখন চামড়া সেঁকে নিচ্ছে, সেই সময় খাবার ডেলিভারি করে রাস্তাতেই একটু জিরিয়ে নিচ্ছেন মানুষটা। ছবি শেয়ার করে আদিত্য লিখেছিলেন, তাঁর অর্ডার কিন্তু নির্ধারিত সময়েই পৌঁছেছে। এই ছবি দেখে আর হাত গুটিয়ে বসে থাকতে পারেননি নেটিজেনরা। চাঁদা তুলে দুর্গাকে কিনে দিলেন একটি মোটর বাইক।
আদিত্যর সঙ্গে কথোপকথনে জানা গিয়েছে দুর্গা দীর্ঘ ১২ বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত। লকডাউনে হঠাৎই চাকরি যায় তাঁর। রুটি রুজির বিকল্প খুঁজতে গিয়েই জোম্যাটোর ডেলিভারি বয় হিসেবে নাম লেখানো।