দিনভর বৃষ্টি, কোত্থাও যাওয়ার উপায়টি নেই। বাড়িতে ইলিশ মাছ-ভাজা, খিচুড়ি হলে জমে যায়! কিন্তু সেসব তো রান্না করার ঝক্কি আছে। এমন সময় দরজার কাছে যদি পৌঁছে যায় বিরিয়ানির হাড়ি, বেশ হয়, বলুন?
কিন্তু এমন হবে কি? হয়েছে তো! সেই ভিডিওই ভাইরাল হল নেট পাড়ায়। এক মানুষ ডুবে যাবে, রাস্তায় এমন জল জমেছে, তারই মধ্যে ভেসে ভেসে আসছে ইয়া বড় বিরিয়ানির হাড়ি, ওপরের আর একটু ছোট হাড়িতে ওটা কী? মাটন চাপ নয় তো?
এমনই ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। ভিডিওটি কোথাকার, তা অবশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে পাশেই আদিবা নামের একটি মুঘলাই হোটেল। অনেকেই বলছেন সেই ভিডিও নাকি হায়দ্রাবাদের।