চায় পে চর্চা শোনা যায়, টি শার্ট পে চর্চা? সাম্প্রতিক কালে বাংলার ফ্যাশনে এটাই 'ইন'। বিগত কয়েক বছর ধরেই মেসেজ টি শার্টের চাহিদা খুব। নানা ধরনের বার্তা দেওয়া থাকে তাতে। এবার পুজোয় নাকি দেদার বিকোচ্ছে সেরকমই মেসেজ টি শার্ট, গায়ে লেখা ' আশ্বিনের শারদ প্রাতে, টাকা কড়ি সব ইডি-র হাতে'।
গত মাস দেড়েক ধরেই বঙ্গ রাজনীতির কেন্দ্রে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে হাজতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। টেলিভিশন, সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার চায়ের আড্ডা, খেলার মাঠ, সর্বত্র ঘুরে ফিরে আসছে সেই প্রসঙ্গ।
স্বাভাবিক ভাবেই মেসেজ টি শার্টেও এসে পড়ল তারই প্রসঙ্গ। এমনিতেই টি শার্টে মেসেজ লেখা থাকলে তরুণ প্রজন্মকে বেশি টানে। বিগত কয়েক বছর ধরেই বিক্রি বেড়েছে বাংলায় লেখা টি শার্টের। এবার পুজোয় ইডির টি শার্ট বাজার ধরল বলে!