বিদায় বেলায় ২০২৪। আরও একটি নতুন বছর আসছে। চলতি বছরে অনেক ভালো-খারাপের মধ্যে সোশ্যাল মিডিয়াতেও তৈরি হয়েছিল বিশেষ ট্রেন্ড। প্রচুর ভাইরাল কন্টেন্ট ফ্লোট করেছিল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নিউজফিডে। নতুন বছরে আরও নতুন ধরনের কন্টেন্ট ভাইরাল হবে, এটাই স্বাভাবিক। তবে তার আগে পুরনো-কে একবার ফিরে দেখা। ২০২৪ সালে যে সব কন্টেন্টগুলি ভাইরাল হয়েছিল তারমধ্যে বেস্ট ৫টি কন্টেন্ট দেখে নেব একনজরে।
সোশ্যাল মিডিয়ার দৌলতে জয়প্রিয়তার শিখরে উঠেছেন পরোটা বিক্রেতা রাজুদা। ২০টাকায় ৩টে পরোটা বিক্রি করে ভাইরাল হয়েছেন তিনি। গুমার বাসিন্দা রাজুদার পরিচিতি এতটাই বৃদ্ধি পায় যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররাও রাজুদাকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন।
সম্প্রতি কলকাতা মেট্রোতে চুমু কাণ্ড নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল। কালীঘাট মেট্রো স্টেশনের ওই ঘটনা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
ডাক্তার, ইঞ্জিনিয়ার নয় বড় হয়ে বোকা হতে চায় ৯-১০ বছরের ছোট্ট ছেলেটি। ক্লাসের মধ্যে শিক্ষকের প্রশ্নের জবাবে এই উত্তর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রায় মিলিয়ন ভিউ হয়েছিল এই কন্টেন্টের।
RG কর কাণ্ডের ব্যাপক প্রভাব পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই সময় ভাইরাল হয় তাঁর শাঁখ বাজানোর ভিডিয়ো। দাবি করা হয় মিউজিক সিস্টেমে শঙ্খধ্বনি বাজিয়ে মুখে শাঁখ নিয়ে অভিনয় করেছিলেন তিনি।
২০২৪ সালে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যের বিভিন্ন জায়গায়। এই অবস্থার জন্য DVC-র বিরুদ্ধে আঙুল তোলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নির্বাচনী প্রচারে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে DVC। যা নিয়ে নেটপাড়ায় হাসির রোল ওঠে।