সিঙারা মূলত আলুর পুর দিয়েই তৈরি হয়। এছাড়া আজকাল নানা স্টাফ দিয়েই সিঙারা তৈরি হয়। ঢ্যাঁড়শের স্টাফ দিয়ে কখনও সিঙারা খেয়ে দেখেছেন? কি অবাক লাগছে তো? সম্প্রতি এমনই ঢ্যাঁড়শের সিঙারার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
অনেকেই সবজি হিসেবেই ঢ্যাঁড়শ অপছন্দ করেন। কিন্তু তবুও ভাজা, ঝোল কিংবা সর্ষে দিয়ে চলে যায়। শেষে কি না ঢ্যাঁড়শের সিঙারা? সঙ্গে আবার দেওয়া হচ্ছে পুদিনার চাটনি, ছোলার সবজি৷ দাম মাত্র ৩০ টাকা। এই খাবার যে কোথায় মেলে তাও জানা যায়নি।