এ বছরের সবচেয়ে বড় সুপারমুনের দেখা মিলবে ১৩ জুলাই রাতে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুধবার পৃথিবীর সবচেয়ে কাছে আসছে চাঁদ। তাই সবথেকে বড় সুপারমুনকে (Super Moon)।
চাঁদ থেকে আমাদের পৃথিবীর দূরত্ব এখন বেশ খানিকটা কমেছে, মাত্র ৩ লক্ষ ৫৭ হাজার ২৬৪ কিলোমিটার। ফলে এই দিন চাঁদকে দেখাবে আরও লালা, উজ্জ্বল। এর ফলে পৃথিবীতে জোয়ারের প্রভাবও বেশি হবে। জলস্ফীতি দেখা যেতে পারে।
UN Report: ভারতে অপুষ্টি আক্রান্ত মানুষের সংখ্যা কমেছে, বেড়েছে স্থূলতার সমস্যা, বলছে রিপোর্ট
সুপারমুন শব্দটির জনক জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলে। ১৯৭৯ সাল থেকে এই নামে পরিচিত হয়ে আসছে বছরের এক বিশেষ সময়ের পূর্ণিমার চাঁদ।
চাঁদ উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে পৃথিবীকে। এর সবথেকে দূরবর্তী বিন্দুটিকে বলা হয় অ্যাপোজি। আর নিকটবর্তী বিন্দুটিকে বলা হয় প্যারোজি।
নাসার জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সুপারমুন বছরে মাত্র তিন থেকে চারবার দেখা যায়। ২০২২ সালে জুন-জুলাই-অগাস্টে পরপর সুপারমুন দেখা যাওয়ার কথা।