এবার শিশুদের খেলনাতেও আসছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা এআই। বিশ্বের সবথেকে বড় খেলনা প্রস্তুতকারক সংস্থা ভিটেক জানাল, ২০২৮ থেকেই তাদের খেলনায় পাওয়া যাবে চ্যাটজিপিটি চ্যাটবট।
সংস্থার সহ-কর্ণধার অ্যালান উওং জানিয়েছেন, বাচ্চাদের সঙ্গে বন্ধু হয়ে গল্প করবে চ্যাটজিপিটি পরিচালিত খেলনাগুলি। শুধু তাই নয়, তাদের গল্প শুনে ঘুমও পাড়িয়ে দেবে ওই বিশেষ খেলনাগুলি। তার সঙ্গেই শেখাবে মিথ্যে কথা না বলার মতো বহু মূল্যবোধ।
বিশ্বের বাজারে চলতি বছরে ১৪ বিলিয়ন মার্কিন ডলারের খেলনা বিক্রি হয়েছে। ২০২৩ এর মধ্যে এই অঙ্কটা ৪৩ বিলিয়ন মার্কিন ডলারের অঙ্ক স্পর্শ করবে বলে মনে করা হচ্ছে।