পুলিশের এসইউভি'তে তেল ফুরিয়ে গিয়েছে। তাই গাড়ির ভিতর থাকা চারজন অভিযুক্তকে দিয়েই ওই গাড়ি ঠেলানো হল! ঘটনাটি বিহারের ভাগলপুর জেলার। জানা গিয়েছে, ওই ৪ জন অভিযুক্তকে আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশের ওই গাড়িটি।
উল্লেখ্য, বিহারে মদ নিষিদ্ধ। মদ্যপানের অভিযোগে ওই চারজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তরা গাড়িটিকে ৫০০ মিটারের বেশি ঠেলে দেন বলে জানা গিয়েছে।
ঘটনার একটি ক্লিপ এক্স-এ ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, ওই ৪ জনের গাড়িটি ঠেলার সময় নজর রাখছেন একজন পুলিশ আধিকারিক। অপর এক পুলিশ আধিকারিক রয়েছেন গাড়িটির চালকের আসনে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই কার্যত নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। তদন্তে দোষী প্রমাণিত হলে দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলেও জানানো হয়।