সারা বিশ্বজুড়েই অর্থনীতিতে মন্দা আসছে! বিশেষজ্ঞদের কপালের ভাঁজ প্রশস্ত হচ্ছে আরও। এমন দিন আসবে কেউ ভাবতে পেরেছিল! শেষমেশ কিনা হাতরুটি বানাতে হচ্ছে বিল গেটসকে (Bill Gates)! হ্যাঁ , মাইক্রোসফট প্রতিষ্ঠাতার হাত রুটি বানানোর ভিডিও ভাইরাল (Bill Gates made indian Roti) হয়েছে।
তবে না, অর্থনৈতিক মন্দার কারণে নয়, বিল গেটসকে হাত রুটি বানাতে হয়েছে একটি রান্নার শোতে। সেলেব্রিটি শেফ ইটান বেরনাথ একটি ভিডিয়ো টুইট করেছেন। বিল গেটস-ইটান দু’জনে মিলে ভারতীয় রুটি বানাচ্ছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ ইটান সদ্য বিহার থেকে ঘুরে এসেছেন। নতুন নতুন রুটি করা শিখেছেন।
রুটি বেলতে গিয়ে ঘেমেনেয়ে একশা বিল গেটসের, গোলাকার রুটি বানানোর চেয়ে জটিল অংক, কোডিং ডিকোডিং তাহলে নিশ্চয়ই ঢের সোজা।