বাহাদুরি দেখালেন ব্যাঙ্ক ম্যানেজার। লুঠ করতে এসে ধরা পড়ল দুষ্কৃতী। সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসে। ওই মহিলার সাহস দেখে তাঁকে কুর্নিশ নেটদুনিয়ার। ফুটেজ দেখে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের গঙ্গানগর জেলার মরুধারা শাখার একটি গ্রামীণ ব্যাঙ্কে। জানা গিয়েছে, ওই মহিলার নাম পুনম গুপ্তা। তিনি ওই ব্যাঙ্কেরই ম্যানেজার। দুষ্কৃতী যখন ব্যাঙ্কে ঢোকে, সেই সময় খালি হাতেই তার সামনে এসে দাঁড়ান তিনি। কিন্তু পুনমকে তোয়াক্কা না করেই ব্যাঙ্কে ঢুকে যায় দুষ্কৃতী। মুখে কালো কাপড় বাঁধা। হাতে ধারালো অস্ত্র। অন্য ব্যাঙ্ক কর্মীরা তখন ভয়ে সরে গিয়েছেন। ঘাবড়ে না গিয়ে ম্যানেজার পুলিশকে ফোন করতে যান। তা দেখেই ভয় পেয়ে যায় ওই দুষ্কৃতী।
ভিডিয়োতে দেখা যায়, ছুরি দিয়ে ম্যানেজারকে আঘাত করার চেষ্টা করে ওই দুষ্কৃতী। কিন্তু পাল্টা তার দিকে তেড়ে যান পুনমও। হাতে তুলে নেন কাজের টেবিলে রাখা কোনও সরঞ্জাম। ততক্ষণে ম্যানেজারের পাশে এসে জড়ো হন বেশ কিছু পুরুষ ব্যাঙ্ককর্মীও। বেগতিক দেখে পালায় ওই দুষ্কৃতী।