বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছিল, সব প্রস্তুতি সাড়া! কিন্তু বিয়ে বাতিল করলেন পাত্রী। কারণ? পাত্রপক্ষের পাঠানো ল্যাহেঙ্গা বড় বেশি সস্তা! পছন্দ হয়নি পাত্রীর।
উত্তরাখণ্ডের হলদোয়ানির ঘটনা। পাত্রপক্ষ আলোমোরার। লখনউ থেকে হাজার দশেক টাকার একটা ল্যাহেঙ্গা অর্ডার দিয়েছিলেন তাঁরা। ল্যাহেঙ্গা দেখেই পছন্দ হয়নি কনের। তখনই বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নেন। পাত্র পাত্রী, উভয় পক্ষ থানায় পৌঁছলে নিজেদের মধ্যে কথাবার্তা বলে বিয়ে বাতিল করা হয়।
গত জুনেই পাত্র-পাত্রীর এনগেজমেন্ট হয়েছিল, নভেম্বরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।