বিয়ে ঠিক হয়ে ছিল মাস খানেক আগেই। সেই মতো বাড়িতে আয়োজনও হয়েছে, কিন্তু বিয়ের দিনই পড়ে যায় প্র্যাকটিকাল পরীক্ষা। অগত্যা বিয়ের সাজগোজ নিয়েই পরীক্ষা দিতে এলেন কেরলের ছাত্রী শ্রীলক্ষ্মী অনিল। কেরলের বেথানি নবজীবন কলেজ অব ফিজিওথেরাপি পড়েন ওই ছাত্রী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে দাবানলের মতো।
Hardik-Natasa: ফের বিয়ের পিড়িতে হার্দিক পান্ডিয়া, ভ্যালেন্টাইন্স ডে-তে ধুমধাম করে বিয়ে অলরাউন্ডারের
টুকটুকে হলুদ শাড়ি তাঁর পরনে, গা ভরা গয়না তার উপরেই অ্যাপ্রন এবং স্টেথো পরে তৈরি 'কনে পরীক্ষার্থী'। তাঁকে দেখে উচ্ছ্বসিত সহপাঠীরাও। পরীক্ষা হলে আসার আগে গাড়িতেও পড়তে দেখা যায় তাঁকে। হলের বাইরে অপেক্ষা করছিলেন তাঁর মা। মাকে দেখেই জড়িয়ে ধরেন তিনি। ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।