বিয়ের আসরে বরকে কষিয়ে থাপ্পড় মারলেন কনে। একবার নয়, দু-দুবার।
একতা কাপুরের সিরিয়ালের সেট নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। বিয়ের আসরে তখন আত্মীয় স্বজন, অতিথি সবাই উপস্থিত। বর মালা দিতে এলেই কনে দু-বার থাপ্পড় মারেন কনেকে। উত্তরপ্রদেশের হামিরপুরের শনিবার সন্ধ্যের ঘটনা।
বরকে থাপ্পড় মেরেই বিয়ের আসর ছেড়ে চলে যান কনে। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, থাপ্পড় খেয়ে রীতিমতো অপ্রস্তুত পাত্র। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে দুই পরিবারকে হস্তক্ষেপ করতেই হয়।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী বরপক্ষের দাবি, পাত্রকে দেখে নাকি পছন্দ হয়নি পাত্রীর, তাই-ই এমন ঘটনা।