দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গানের ব্যান্ড বিটিএস-এর সদস্য আরএম-এর সাম্প্রতিকতম সোস্যাল মিডিয়া পোস্ট তাঁর বাঙালি ভক্তদের জন্য বিরাট বড় প্রাপ্তি। আরএম-এর আসল নাম কিম নামজুন৷ সম্প্রতি তিনি অনেকগুলি ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। কোনও ছবিতে তিনি নৌকোয় বসে আছেন৷ কোনওটি সেলফি। তার মধ্যেই একটি ছবি নজর কেড়েছে নেটিজেনদের।
ওই ছবিতে আরএম-কে একটি নীল রঙের জামায় দেখা যাচ্ছে। তাতে হিন্দি, বাংলা, ইংরেজি, পর্তুগিজ সহ বিভিন্ন ভাষায় লেখা রয়েছে৷ চতুর্থ ছবিতে দেখা যাচ্ছে নামজুন একটি গাঢ় নীল জামা পরে আছে। তাতে বাংলায় লেখা : 'আমি তোমাকে ভালোবাসি'।
জুনের ১৩ তারিখে বিটিএস ১০ বছরে পড়ল। সেই উপলক্ষ্যে অনুরাগীদের বার্তা দিয়েছে বিটিএস। সম্প্রতি একটি প্রতিবেদনে জানা গিয়েছে, এই বছরের মধ্যেই বিটিএসের সব সদস্যকে সেনাবাহিনীতে নাম লেখাতে হবে। ব্যান্ডের সবচেয়ে পুরনো সদস্য কিম সেওকজিন ওরফে জিন এবং জে হেপ ইতিমধ্যেই সেনায় কাজ করছপন।