চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে ভারতের চন্দ্রযান ৩। চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করবে বিক্রম। চন্দ্রপৃষ্ঠের একগুচ্ছ ছবি মুহূর্তে বন্দি হবে আত্যাধুনিক ক্যামেরায়। সে সব চারপাশে ছড়িয়ে পড়তে, ভাইরাল হতে আরও কিছু মুহূর্তের অপেক্ষা শুধুমাত্র। তারপর? স্বপ্নভঙ্গ হবে আরও কিছু কচিকাঁচার? যারা এতদিন রাতের আকাশে ওই চাঁদকে দেখেই কত কল্পনা করেছে, কবিতায়, সাহিত্যে চাঁদ নিয়ে ডানা মেলেছে কত কল্পনা।
না, চাঁদের ছবি এই প্রথম পৃথিবীতে এসে পৌঁছবে, এমন তো নয়, এর আগেও নাসা পাঠিয়েছে একগুচ্ছ ছবি। সে ছবিতে আমরা দেখেছি চাঁদের গায়ে গর্ত, চাঁদের মাটি এবড়ো খেবড়ো, রূপকথার মত নয় মোটে। তবু তো তাকে ঘিরেই এত কল্পনাবিলাস, কত স্বপ্ন দেখা। আগামী প্রজন্মের চাঁদকে নিয়ে সেই অপার বিস্ময় থাকবে তো?
Chandrayaan 3: চন্দ্রযান তৈরিতে সহায়তা কোন কোন সংস্থার? জেনে নিন কোম্পানিগুলি
বিজ্ঞানের জয় হোক, প্রযুক্তি এগিয়ে চলুক তরতরিয়ে। তবু তারই কোনে কোথাও একটু থাকুক কল্পনার পরিসর, যেখানে চাঁদের গায়ে আজও আছে কোনও চড়কা কাটা বুড়ি।