সফট ল্যান্ডিং হবে তো, প্রহর গুনছিল গোটা দেশ, ইসরোর দফতরে তখন পিন পতনের নীরবতা, একটু একটু করে কমছিল অপেক্ষা। ভারতীয় সময় সন্ধে ৬টা ৪। বিক্রমের সফট ল্যান্ডিং সফল হল। আবেগের বিস্ফোরণ হল ভারতীয় মহাকশ গবেষণা সংস্থার দফতরে। উল্লাসে ফেটে পড়লেন চন্দ্রযান-৩ এর সঙ্গে যুক্ত থাকা প্রতিটা মানুষ। কারোর মুখে সাফল্যের হাসি, কারোর হাতে তেরঙ্গা, কারোর মুখে দেশভক্তির স্লোগান। ঠিক যেন 'হাতে চাঁদ' পেল ভারত।
বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশযান পাঠাতে সক্ষম হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মাহেন্দ্রক্ষণের লাইভ টেলিকাস্টও হল দেশজুড়ে।
গত ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ৩।