পরিবেশের সবথেকে বড় বন্ধু গাছ। অন্যদিকে, পরিবেশ দূষণের অন্যতম কারণ, পেট্রোল বা ডিজেলের অত্যাধিক ব্যবহার। এই দুই আপাত দূরত্বের বিষয়কেই এক করে দিলেন চেন্নাইয়ের এক অটোচালক! অটোতে নানা মজার স্লোগান, রঙিন টুনিবালব, স্টিকার, পোস্টার এবং অন্যান্য আরও নানা সামগ্রী লাগিয়ে তাকে জাঁকজমকপূর্ণ করে তোলা নতুন কিছু না। এবার সেই তালিকায় নয়া সংযোজন, অটোতে বাগান! নিজের অটোতে নানারকম সবুজ গাছপালা লাগিয়ে সেটিকে কার্যত একটি বাগানেই পরিণত করেছেন ওই অটোচালক। যার ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করার পরই ভাইরাল হয়ে যায়।
শুধু বাগানই নয়। অটোতে রয়েছে পরিবেশ সংক্রান্ত বহু অনুপ্রেরণামূলক বই, পোস্টারও। রয়েছে যাত্রীদের জন্য একটি পানীয় জলের সুবিধাও। যা দেখে কার্যত উচ্ছ্বসিত নেটিজেনরা। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন চেন্নাইয়ের অটোচালকের এই উদ্যোগকে।